নওগাঁয় মোটরসাইকেল-মাইক্রো বাসের মুখোমুখি সংর্ঘষে এক সেনা সদস্য নিহত
নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে নয়ন (২৮) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছাতড়া ধর্মপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে. সড়ক দুর্ঘটনায় নিহত নয়ন ভাবিচা ইউনিয়নের গোরাই গ্রামের লালচাঁন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনা সদস্য নয়ন ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। আজ সকালে ছাতড়া বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফেরার পথে এবং গাবতলী এলাকার দিক থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি গাবতলী-ছাতড়া আঞ্চলিক সড়কের ধর্মপুর মোড় এলাকায় এসে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে নয়নের মৃত্যু হয়।
নিয়ামতপুর থানার (ওসি তদন্ত) কাওছার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
What's Your Reaction?