নওগাঁয় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আসাদের দাফন সম্পন্ন

নওগাঁ জেলা প্রতিনিধি
Apr 14, 2024 - 22:43
Apr 14, 2024 - 22:44
 0  15
নওগাঁয় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আসাদের দাফন সম্পন্ন

নওগাঁ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আসাদ আলী সরদার (৯৪) নিজ বাসভবনে শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ সরদারপাড়া এলাকার মৃত ইমি সরদারের ২য় ছেলে।

রবিবার (১৪ এপ্রিল) দুপুর ২টায় নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ সরদার পাড়া কেন্দ্রীয় মসজিদের ঈদগাঁহ মাঠে সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) সৈকত মেহেদী সেতু ও নওগাঁ সদর মডেল থানা পুলিশের ইন্সপেক্টর নজমুলের নেতৃত্বে একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আইয়ুব হোসেন সরদার জানান, শনিবার সন্ধ্যা ৬ টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমার বাবা মারা যায়। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। মহান সৃষ্টিকর্তা যেন পরপারে বাবাকে উত্তম প্রতিদান দান করেন।
তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।

এসময় বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানীর সাথে কথা হলে তিনি জানান, বীর মুক্তিযোদ্ধা আসাদ আলী সরদার ছিলেন দেশের জন্য একজন নিবেদিত মানুষ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তার অবদান আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। তিনি আমাদের মাঝে থেকে চলে গেছেন। কিন্তু তার অবদান সবাই স্মরণ করবে সারাজীবন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow