নওগাঁয় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ জেলা নবাগত পুলিশ সুপার জনাব মোঃ কুতুব উদ্দিনের সভাপতিত্বে বুধবার বেলা ১২ টার দিকে জেলা পুলিশ সুপারের হলরুমে নওগাঁ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন সাংবাদিকদের সাথে মতোবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত সভায় নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, মাদক, ট্রাফিক ব্যবস্থাপনা, চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের বক্তব্য শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
নবাগত পুলিশ সুপার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, ছিনতাই, চুরি-ডাকাতি, চাঁদাবাজি, সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ফিরাতে এবং সেবা প্রত্যাশী সম্মানিত নাগরিকগণ যেন নির্বিঘ্নে পুলিশী সেবা নিতে পারেন সেজন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?