নওগাঁয় সাড়ে ২৪ কেজি গাঁজাসহ চিহ্নিত ২ মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে আটক 

নওগাঁ জেলা প্রতিনিধি
Apr 13, 2024 - 13:30
 0  8
নওগাঁয় সাড়ে ২৪ কেজি গাঁজাসহ চিহ্নিত ২ মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে আটক 

র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল ১৩ এপ্রিল রাত্রি ১টার দিকে নওগাঁ জেলার পত্নিতলা উপজেলার ঘোষনগর এলাকা থেকে ৪২.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী (৭০), পিতা-মৃত আজগর আলী, মোছাঃ মনোয়ারা বেগম (৫০), পিতা-মৃত মোজাফফর মিয়া কে গ্রেফতার করেন।  পলাতক আসামী মোঃ বকুল হোসেন (৪৪), পিতা-মোহাম্মদ আলী, মোঃ আবু সাঈদ (৩৫), পিতা-মোহাম্মদ আলী, সকলের সাং-ঘোষনগর, থানা-পত্নিতলা, জেলা-নওগাঁ।

গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা উভয়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজ বসত বাড়িতে মজুদ রেখে পলাতক আসামী বকুল ও সাঈদ এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ১৩ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পত্নিতলা থানাধীন ঘোষনগর এলাকায় উক্ত আসামীদের নিজ বসত বাড়িতে মজুদ রাখা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকশ আভিযানিক দল মোহাম্মদ আলী ও মনোয়ারা কে আটক করে এবং বকুল ও সাঈদ কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ধৃত মোহাম্মদ আলী ও মনোয়ারা‘র বসত বাড়ি তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৪২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার পত্নিতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow