নওগাঁয় সেতুর গার্ডারের ফাঁকে আটকে পড়া শিশু, তিন ঘণ্টা পর উদ্ধার

নওগাঁর সুলতানপুর সেতুর দুই গার্ডারের মাঝের ফাঁকা স্থানে কবুতরের বাসা দেখতে গিয়ে আটকে পড়ে নূর মোহাম্মদ (৯) নামে এক শিশু। পরে ফায়ার সার্ভিসের তিন ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নূর মোহাম্মদ নওগাঁ পৌরসভার কাঁঠালতলী এলাকার রিপন হোসেনের ছেলে। বর্তমানে সে সুস্থ রয়েছে এবং নানাবাড়ি উপশেরপুরে আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে নানাবাড়ি বেড়াতে আসে নূর মোহাম্মদ। মঙ্গলবার সকাল ১১টার দিকে সে আরও দুই বন্ধুর সঙ্গে সেতুর পাশে খেলছিল। এ সময় গার্ডারের ফাঁকে কবুতরের বাসা দেখে সেটি ধরতে গিয়ে গার্ডারের সরু ফাঁকে আটকে যায়।
সহযোগী শিশুরা নূর মোহাম্মদকে বের করতে না পেরে দ্রুত নানাবাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে নওগাঁ ফায়ার সার্ভিসে খবর দিলে একটি উদ্ধারকারী দল এসে তিন ঘণ্টার চেষ্টায় শিশুটিকে নিরাপদে উদ্ধার করে।
নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারি বলেন, "এটি অত্যন্ত জটিল উদ্ধার অভিযান ছিল। গার্ডারের ফাঁকটি সরু হওয়ায় সরাসরি প্রবেশ করা সম্ভব হয়নি। শিশুটিকে মানসিকভাবে স্বস্তি দিয়ে ধাপে ধাপে বের করা হয়েছে।"
শিশুটিকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ জড়ো হন। সেতুর ওপর ও নদীর দুই তীরে দাঁড়িয়ে তারা উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার ও স্থানীয়রা ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
What's Your Reaction?






