নওগাঁয় স্ত্রী-সন্তান নিয়ে উধাও পরকীয়া প্রেমিক

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সন্ধ্যারানী (২০) নামে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর গৃহবধূ পরকীয়ার জেরে এক শিশুপুত্রসহ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি আব্দুস ছালাম হোসেন (৩৩) নামের এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ভুক্তভোগী স্বামী ও তার পরিবার।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে মান্দা উপজেলার কালিসভা গ্রামে শ্বশুরবাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সন্ধ্যারানীর স্বামী সুমন পাহান। তিনি মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের চৌমাসিয়া গ্রামের মদন পাহানের ছেলে।
অভিযুক্ত আব্দুস ছালাম হোসেন মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের নামাপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে সুমন পাহান বলেন, "আমি আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ১১ বছর আগে ধর্মীয় রীতি মেনে সন্ধ্যারানীকে বিয়ে করি। আমাদের একটি পুত্রসন্তান রয়েছে। গত বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যারানী ছালাম হোসেনের সঙ্গে পালিয়ে যায়। সঙ্গে ছিল বাড়িতে রাখা গরু বিক্রির ১ লাখ ৬৫ হাজার টাকা এবং ১ লাখ ৩০ হাজার টাকার স্বর্ণালংকার। আমি স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে সকলের সহযোগিতা এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।"
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা জানান, “এ ঘটনায় ভুক্তভোগী সুমন পাহান থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
What's Your Reaction?






