নওগাঁয় ৭০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Mar 21, 2025 - 22:34
 0  2
নওগাঁয় ৭০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে নওগাঁ জেলার ৭০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের আয়োজন করে সামাজিক উন্নয়ন সংস্থা সোশ্যাল এইড। ইসলামিক রিলিফ ইউএসএ এবং ওসমান কনসালটিং ইউকের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। তিনি সুবিধাবঞ্চিত পরিবারের প্রতিনিধিদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।

প্রতি পরিবারকে দেওয়া হয় একটি বিশেষ খাদ্য সহায়তা প্যাকেজ, যাতে ছিল ২৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ১ কেজি খেজুর, ৪০ গ্রাম সেমাই, ১ কেজি গুড়া দুধ ও ৩০টি মুরগির ডিম। বিনামূল্যে এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সদস্যরা।

অসহায় গৃহিণী নিলুফা বলেন, "অভাবের সংসার চালানো খুব কষ্টকর। কোলে বাচ্চা নিয়ে কাজ করতে হয়। এই খাদ্য সহায়তা পেয়ে রোজার মাসের কষ্ট অনেকটাই কমবে। ঈদের পরও কয়েকদিন চলে যাবে।" চা বিক্রেতা আকবর হোসেন বলেন, "রমজানে চা বিক্রি কম হয়, আয়ও কমে যায়। কিন্তু যে খাদ্য সামগ্রী পেয়েছি, তাতে পরিবারের সবাই স্বস্তিতে রোজা ও ঈদ পালন করতে পারব।"

অনুষ্ঠানে সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী ফজলুল হক খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, ওসমান কনসালটিং ইউকের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তানজিল জে আহমেদ, সোশ্যাল এইডের ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পরিচালক মোহাম্মদ আলী, প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট পরিচালক ইসাহাক মিয়া ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow