নগরকান্দা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ফরিদপুরের নগরকান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান সরদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দার সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল, নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমান প্রমূখ।
সভার শুরুতে সহকারি কমিশনার সোনিয়া হোসেন জিসান বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন।
পরে আইন শৃঙ্খলার উপরে বক্তব্য রাখেন, বিভিন্ন অফিসের দপ্তর প্রধান, চেয়ারম্যান,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধ, দ্রব্যমুল্যের উর্ধ্বগতি রোধ, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সহ আইন শৃঙ্খলা সমুন্নত রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার ৪৮ জন ভাতাভোগী আনসার সদস্যের কর্মকাণ্ড আরো গতিশীল করতে আনসার ও ভিডিপি কর্মকর্তাকে নির্দেশ দেন।
What's Your Reaction?