নগরকান্দা প্রেসক্লাবের উদ্যোগে মরহুম সাংবাদিক লায়েকুজ্জামানের স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের উদ্যোগে সদ্য প্রায়াত বরেণ্য সাংবাদিক লায়েকুজ্জামানের স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৩ফেব্রুয়ারী) বাদ আছর নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদের সভাপতিত্বে এবং শওকত আলী শরীফের সঞ্চালনায় সাংবাদিক লায়েকুজ্জামানের স্বরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।
এসময় আরো উপস্থিত ছিলেন কমিউনিষ্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কমরেড লায়েকুজ্জামান, ফরিদপুর মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম,বীর মুক্তিযোদ্ধা মারুফ হোসেন বকুল, সিদ্দিকুল আলম বাবলু, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, সালথা প্রেসক্লাবের সভাপতি মো: সেলিম হোসেন সহ প্রেসক্লাবের সদস্য ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে,নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবিরের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত থাকতে না পেরে একটি ভিডিও বার্তা প্রেরণ করেন।
উপস্থিত সকল বক্তাগণ মরহুম সাংবাদিক লায়েকুজ্জামানের জীবন আদর্শের উপর আলোচনা ও স্মৃতি চারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
পরে মরহুম সাংবাদিক লায়েকুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নগরকান্দা কেন্দ্রীয় মডেল মসজিদের পেশ ইমাম আজিজুল হক মাদানি।
উল্লেখ্য যে,গত ১৭ ফেরুয়ারী বরেণ্য সাংবাদিক লায়েকুজ্জামান হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
What's Your Reaction?