নগরকান্দা-সালথা মানবকল্যাণ ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত 

সালথা(ফরিদপুর)প্রতিনিধি
Mar 3, 2024 - 11:55
 0  62
নগরকান্দা-সালথা মানবকল্যাণ ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত 

ফরিদপুরের ৮/১০ টি সংগঠনের মতো সমাজ সেবামূলক কাজ করে ব্যাপক সাড়া ফেলেছে নগরকান্দা-সালথা মানব কল্যাণ ফোরাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজের অসচ্ছল, অসহায়, দু:স্থ মানুষদের পাশে থেকে বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন। যার ফলে প্রশংসা কুড়াচ্ছেন সর্বত্র।

বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ১৬৯ জন। যাদের অধিকাংশই ইসলামী ওলামা মাশায়েক মতাদর্শী।

২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর করে আত্মপ্রকাশ করা সংগঠনটি এবার আনুষ্ঠানিকভাবেই প্রকাশ্যে এলো।

সম্প্রতি ফরিদপুরের সালথার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপুটি কাজী বাড়িতে সংগঠনটির প্রথম সভায় সদস্যরা স্ব-শরীরে উপস্থিত হয়ে আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

যেখানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আল আরাফাহ ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাওলানা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রবাস থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ফরিদপুরী।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী , মাওলানা কাজী কামরুজ্জামান, মুফতী শিহাব উদ্দিন, মাওলানা মাসরুর আহমাদ, মুফতী সৈয়দ মুস্তাফিজুর রহমান, মুফতী জহিরুল ইসলাম, মুফতী নাজমুল হাসান, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ মোল্লা মোহাম্মাদ জিকরুল্লাহ সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow