নগরকান্দায় ডাকাত সর্দার রবিজুল শেখকে গ্রেফতার করেছে র‍্যাব-১০

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 14, 2024 - 11:13
 0  24
নগরকান্দায় ডাকাত সর্দার রবিজুল শেখকে গ্রেফতার করেছে র‍্যাব-১০
ফরিদপুরে নগরকান্দায় ডাকাত সর্দার রবিজুল শেখকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়-
গত ২২ মে রাত অনুমানিক তিনটা থেকে তিনটা কুড়ি মিনিট পর্যন্ত  যে কোন সময় ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন জুঙ্গুরদী এলাকায় বসবাসকারী মোঃ শাতাদাত মুন্সি (৫৭), পিতা-মৃত খবির উদ্দিন মুন্সি এর একতলা বিল্ডিং এর ভিতর অজ্ঞাত ব্যক্তিরা ডাকাতি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ সর্বমোট  বায়ান্ন হাজার তিনশত পঁচাত্তর টাকার মালামাল লুট করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম শাহাদাত মুন্সি বাদী হয়ে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় অজ্ঞাতনামা ৫/৬ জনের একটি ডাকাত দলের বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু করেন। 
যার মামলা নং-১৮, তারিখ- ২৩/০৫/২০২৪ই, ধারা-৩৯৫/৩৯৭, পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামীরা আত্মগোপনে চলে যায়।
উক্ত ডাকাতির ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ডাকাতির ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। 
  এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার( ১৩ জুন)  দুপুর আনুমানিক ১:১০ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল উল্লেখিত ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই (নিঃ) মীর মুরাদ হোসেন, নগরকান্দা থানা, ফরিদপুরের অধিযাচন পত্রের ভিত্তিতে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর ক্লুলেস ডাকাতি মামলার ঘটনায় জড়িত সন্দিগ্ধ আসামী কুখ্যাত ডাকাত সর্দার মোঃ রবিজুল শেখ (২৬), পিতা-আব্দুর মান্নান শেখ, সাং-জয়পাশা, থানা-বোয়ালমারী জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী রবিজুল শেখ একজন আন্তঃজেলা ডাকাত দলের ডাকাত সরদার। সে বেশ কিছুদিন যাবৎ ফরিদপুরসহ এর আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow