নগরকান্দায় প্রতারণা মামলার আসামি গ্রেফতার

ফরিদপুর জেলার নগরকান্দা থানা পুলিশ একাধিক প্রতারণা মামলার আসামি শহিদুজ্জামান রিপন মুন্সিকে গ্রেফতার করেছে। বুধবার (২৩ এপ্রিল) বিকালে নগরকান্দা থানার পুলিশ ঢাকা দৈনিক বাংলা মোড় এলাকা থেকে শহিদুজ্জামান রিপন মুন্সিকে (৫৫) গ্রেফতার করে।
মামলার বাদী মুন্নু জানায়, রিপন তাকে বিদেশে পাঠানোর কথা বলে ১২ লাখ টাকা গ্রহণ করে, কিন্তু বিদেশে না পাঠিয়ে তাকে বিভিন্ন স্থানে ঘুরাইতে থাকে। মুন্নু বলেন, "রিপন শুধু আমার কাছ থেকেই নয়, আরও অনেকের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিয়েছে। এসব অসহায় মানুষ তার প্রতারণার শিকার হয়েছে। আমি টাকা ফেরত পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করি এবং সে মামলায় ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমি আশা করছি, আমি সঠিক বিচার পাব।"
স্থানীয় বাসিন্দারা জানান, শহিদুজ্জামান রিপন মুন্সি আদম ব্যবসা করে এবং বিদেশে লোক পাঠানোর নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু, তাদেরকে বিদেশে পাঠাতে না পারায় তারা তাকে মামলা করে পুলিশে অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "শহিদুজ্জামান রিপন নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"
What's Your Reaction?






