নগরকান্দায় ফিলিস্তিন ও ভারতীয় মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় নিরীহ মুসলমানদের হত্যাকাণ্ড এবং ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নগরকান্দা উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ইসলামী তৌহিদী জনতার ব্যানারে সমাবেশ শুরু হয়। পরে বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের ইসরাইলি পণ্য বিক্রি না করার অনুরোধ জানানো হয় এবং ক্রেতাদের এসব পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন হাফেজ মো. নুরুল আমিন, মুফতি মুস্তাফিজুর রহমান, হাফেজ আবু তালহা, ছাত্র সমন্বয়ক নাজমুল এবং সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা ও ভারতে মুসলমানদের ওপর হামলা আজ মানবতাবিরোধী অপরাধে পরিণত হয়েছে। বিশ্ব বিবেকের এখন জাগ্রত হওয়া উচিত। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে।”
তারা ইসরাইলি পণ্য বর্জনের পাশাপাশি দোয়া ও প্রার্থনার মাধ্যমে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
What's Your Reaction?






