নগরকান্দায় অবৈধ গ্যাস কারখানায় যৌথ বাহিনীর অভিযান, গ্রেফতার ১
ফরিদপুরের নগরকান্দায় একটি অবৈধ গ্যাস কারখানায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিভিন্ন কোম্পানির মোট ৯১৮টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। অভিযানে কারখানার ম্যানেজার হেলাল উদ্দিন জাকারিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকায় অবস্থিত এম এম জুট মিলের ভেতর থেকে এসব সিলিন্ডার জব্দ করা হয়। এ সময় কারখানার অভ্যন্তরে থাকা দুটি ট্রাক ও একটি ট্যাংক লরিও জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির। অভিযানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর হাসান, সহকারী বিস্ফোরক পরিদর্শক ইশরাক উদ্দিন এবং থানা পুলিশের কর্মকর্তারা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে এম এম জুট মিলের ভেতরে ‘দুবাই বাংলা এলপি গ্যাস লিমিটেড ইউনিট-২’ নামে একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে নিম্নমানের গ্যাস সিলিন্ডার বাজারজাত করা হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতেই যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
তবে অভিযানের সময় কারখানার মালিক দুই ভাই মোস্তাক আহমেদ ও পারভেজ কারখানায় অনুপস্থিত থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, “নিম্নমানের গ্যাস বোতলজাত করে বাজারে সরবরাহ করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিলিন্ডারসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।"
What's Your Reaction?






