নগরকান্দায় অবৈধ স্থাপনা রক্ষায় নতুন ব্রিজ নির্মাণে বাধার অভিযোগ 

এহসানুল হক, ফরিদপুর প্রতিনিধি
Dec 31, 2024 - 23:30
 0  9
নগরকান্দায় অবৈধ স্থাপনা রক্ষায় নতুন ব্রিজ নির্মাণে বাধার অভিযোগ 

ফরিদপুরের নগরকান্দায় অবৈধ স্থাপনায় রক্ষায় নতুন ব্রিজ নির্মাণ বন্ধের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার লস্করদিয়া ইউনিয়নের ঝপরখালী মোড় সংলগ্ন এলাকায় ব্রিজের কাজ বন্ধের চেষ্টার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। 

স্থানীয়রা জানান, পুরাতন সেতু ভেঙে এখানে নতুন সেতুর কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। এলাকার প্রভাবশালী মহল তাদের ব্যক্তি স্বার্থ রক্ষায় নতুন সেতুর কাজ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

তবে দুঃখজনক বিষয় হলো সেতু না করে রাস্তা নির্মাণ করা হলে খালের জায়গা পুরোপুরি প্রভাবশালীদের দখলে চলে যাবে। তাই জনস্বার্থে সেতু নির্মাণ ও খাল খনন করে পানি চলাচল স্বাভাবিক রাখার দাবি এলাকার সচেতন মহলের।

এবিষয়ে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ্ বলেন, বিষয়টি তদন্তের জন্য তহসিলদারকে বলা হয়েছে, তদন্ত শেষে ওখানে কোন সরকারি জায়গা কারও দখলে থাকলে তা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ্ সরদার বলেন, ওখানে একটি খালের উপর ব্রিজ রয়েছে। সেখানে পুরাতন ব্রিজটি ভেঙ্গে একটি নতুন ব্রিজের টেন্ডার হয়েছে। পানি প্রবাহের ব্যবস্থা না থাকলে যারা আশপাশে অবৈধ স্থাপনার মাধ্যমে দখল করেছে তারা অপরাধ করেছে। আমি চাইলেই ব্রিজটি ভেঙ্গে তা ভরাট করে দিতে পারি না। তিনি আরও বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow