নগরকান্দায় আগুনে পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Mar 28, 2025 - 22:25
 0  8
নগরকান্দায় আগুনে পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ নগর ইউনিয়নের মাঠবালিয়া গ্রামে খালেক মাতুব্বরের বাড়িতে গত ২৮ মার্চ বিকাল ২:৩০ টার দিকে আগুন লেগে তিনটি বসতঘর ও তিনটি রান্নাঘর পুড়ে যায়। স্থানীয়রা জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে কেউ না থাকলেও পাশের বাসিন্দারা ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সমস্ত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় ঘরবাড়ির আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও পেঁয়াজ পুড়ে গেছে। খালেক মাতুব্বরের স্ত্রী সালেহা বেগম জানান, "আগুনে সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে, এখন আমরা কোথায় থাকব?" ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, "খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আমাদের টিম এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তীব্র গরমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।"

এই অগ্নিকাণ্ডের ফলে খালেক মাতুব্বর ও তার পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow