নগরকান্দায় আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ

শফিকুল ইসলাম জনি, সি: রিপোর্টার
Feb 15, 2025 - 14:34
 0  4
নগরকান্দায় আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্প-১ এর ঘর বিক্রি করার অভিযোগ উঠেছে মোঃ ইউনুছ মুন্সি নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে, উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রামের ওদুত মুন্সীর ছেলে মোঃ ইউনুছ মুন্সী স্বাবলম্বী থাকা সত্ত্বেও আওয়ামী লীগের আমলে ক্ষমতার অপব্যবহার করে আশ্রয়ণ প্রকল্প-১ এর একটি টিনের ঘর বাগিয়ে নেন তিনি। তার বাড়িতে ইটের পাকা ঘর থাকা সত্যেও, তিনি সরকারি ঘরটি হাতিয়ে নিয়ে অন্যত্র বিক্রি করে দেন। এতে অসন্তোষ প্রকাশ করেছে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, সরকার এলাকার হতদরিদ্র অসহায় গৃহহীনদের বসবাসের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে। তবে সরকারি এই ঘর বিক্রি করার কোনো নিয়ম নেই। সরকারের আইন অমান্য করে, আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করার বিষয়টি তদন্ত করে, আইনগত ব্যবস্থা গ্রহন করার দাবী এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা তৈয়াবুর রহমান জানান, ইউনুস মুন্সী কোনভাবেই সরকারি ঘর পাওয়ার যোগ্য না। তিনি মিথ্যা তথ্য দিয়ে সরকারি ঘর হাতিয়ে নিয়েছেন। এরপর তিনি ঘরটি বিক্রি করে দিয়ে সেই জায়গাতে পাকা ঘর তৈরি করেছেন। আমরা এর বিচার চাই।

আরেক বাসিন্দা এনামুল হক জানান, দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা খাটিয়ে ইউনুছ মুন্সি ঘরটি হাতিয়ে নিয়েছেন। অথচ একই এলাকায় অনেক ঘর পাওয়ার যোগ্য লোক রয়েছে। হতদরিদ্র পরিবারকে ঘর না দিয়ে, ইউনুছ মুন্সীর ঘর নেওয়া ঠিক হয়নি। আমরা চাই সরকারি ঘর বিক্রির দায়ে ইউনুস মুন্সির কঠোর বিচার হোক।

এ বিষয়ে অভিযুক্ত ইউনুছ মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী হাফেজা বেগমের দাবি, তারা ঘরটি বিক্রি করেন নি। আশ্রয়ণ প্রকল্পের ঘরটি ভেঙে, বাড়ির এক পাশে নতুন করে আরেকটি টিনের ঘর নির্মাণ করা হয়েছে।

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করা, এমনকি ভাড়া দেওয়ার কোন বিধান নেই। যদি কেউ এমনটা করে থাকে, আমি খোঁজ নিয়ে যথাযত ব্যবস্থা নেবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow