নগরকান্দায় ঝড়ে ঘর ভেঙ্গে গেলেও দুই বছরেও পায়নি কোন অনুদান
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামের সালাম মুন্সির ঘরটি প্রাকৃতিক দুর্যোগ ঝড়ের কবলে সরকারি রাস্তার গাছ ভেঙে পড়ে ঘর ভেঙ্গে যায়। উপজেলার কর্মকর্তারা পরিদর্শন করে আশার বানী শোনালেও আজ প্রায় ২ বছরেও কোন সাহায্য পাইনি। সাহায্যের জন্য আবেদন করেন করেও তিনি বিফল হয়েছেন। অভাবের সংসার তাই পরিবারের সবাইকে নিয়ে থাকেন ঢাকায়। করেন ফুটপাতে চা বিক্রি। পরিবার নিয়ে অনেক কষ্টে জীবন চলে তার। অভাবের সংসারে তার রয়েছে একটি দৃষ্টি প্রতিবন্ধী বিবাহযোগ্য মেয়ে।
ঘরটি মেরামত করতে না পারায় ঢাকা থেকে পরিবারের লোকজন বাড়িতে এসে থাকতে হয় অন্যের ঘরে। ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে ঝড়ে পড়া ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ঢেউটিন, নগদ টাকা অনুদান দেয়া হলেও আজও কোন অনুদান পায়নি সালাম মুন্সি।
সালাম মুন্সি বলেন, সরকারি ভাবে বা কেউ যদি আমাকে একটু সাহায্য সহযোগীতা করতো তাহলে ঘরটি মেরামত করে পরিবার নিয়ে থাকতে পারতাম।
What's Your Reaction?