নগরকান্দায় নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড় পাইককান্দি গ্রামের সাহেব মাতুব্বরের মেয়ে রুমি আক্তার (২৫) কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত রুমি আক্তার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
থানায় দাখিল করা অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে রুমি আক্তার বাড়ির পাশে মেহগনি গাছের বাগানে পাতা কুড়াতে গেলে তার সঙ্গে সালমা বেগমের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনার পর শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে আসামীরা রুমির বাড়িতে প্রবেশ করে এবং তাকে গালিগালাজ ও মারপিট করে। রুমি আক্তারের বোন শিউলি ও সুমি এগিয়ে গেলে তাদেরকেও লাঠি ও লোহার রড দিয়ে মারপিট করে।
আহত রুমির মা মোছাঃ রহিমা বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা করা হয়েছে। তার মেয়ে রুমি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এবং অন্যান্য দুই মেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছে। রহিমা বেগম ৬ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
আসামীরা হলেন: ১. ইদ্রিস মাতুব্বর (৭০), ২. তারা বেগম (৫৫), ৩. বদিয়ার মাতুব্বর (৪৫), ৪. হায়দার মাতুব্বর (৩০), ৫. রুনা বেগম (৩৫), ৬. সালমা বেগম (২৫)।
এখনও পর্যন্ত আসামীদের বাড়িতে গিয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি, কারণ তারা বাড়িতে ছিলেন না এবং তাদের মোবাইল ফোনও বন্ধ ছিল।
What's Your Reaction?






