নগরকান্দায় পুকুর খননের নামে মাটি বিক্রির হিড়িক, রাঁতের আঁধারেই হচ্ছে জমির শ্রেণি পরিবর্তন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থান থেকে দিন- রাঁত চলছে ভেকু গাড়ি দিয়ে মাটি কাটা-মাটি বিক্রির মহোৎসব। যে কারণে রাঁতের আধাঁরে হচ্ছে জমির পরিবর্তন।
মাটি ব্যবসায়ীরা জমির মালিকদের সাথে যোগসাজশে মাটি কেটে বিক্রি করছেন ইট ভাটার মালিক ও ব্যক্তি মালিকানায়।
ভেকু গাড়ি দিয়ে মাটি কেটে ট্রলি গাড়ি ও ট্রাক বোঝাই করে দিন রাত গ্রামীণ সড়ক দিয়ে চলাচলের কারণে একদিকে গ্রামীণ সড়ক গুলো যেমন নষ্ট হচ্ছে, অপরদিকে মাটি বোঝাই গাড়ি থেকে মাটি পড়ে ঘটছে প্রতিনিয়ত দূর্ঘটনা।
উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ি, লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল, গোড়াইল, তালমা ইউনিয়নের পুরান তালমা,সদরবেড়া,কদমতলী,কোনাগ্রাম, রামনগর ইউনিয়নের গজগাহ গ্রাম থেকে চলছে মাটি কাটা ও মাটি বিক্রির হিড়িক।
মাটি ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাঁকি দিতে অনেকেই কৌশল পরিবর্তন করে রাঁতে কাটছে। যে কারণে রাঁতের মধ্যেই হয়ে যাচ্ছে জমির শ্রেণি পরিবর্তন।
মাটি ব্যবসায়ীরা ক্ষমতাসীন হওয়ায় প্রতিবাদ করতে সাহস পায়না কেউ। দিন-রাত সড়কে মাটি বোঝাই গাড়ি চলাচল করায় গাড়ির শব্দে আশপাশের মানুষ রাতে ঘুমাতে পারছেনা। মাটি ব্যবসায়ীরা জানান প্রশানকে মেনেজ করেই তারা মাটি কাটছে।
এবিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, ইতোমধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যানকে সাথে নিয়ে বিলনালিয়া ও তালমাতে মাটিকাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর যে সব স্থানে এখনো মাটিকাটা হচ্ছে- খোঁজ নিয়ে সে গুলোর ব্যাপারেও ব্যবস্থা নিচ্ছি। অবৈধ মাটিকাটার বিষয়ে আমাদের অভিযান চলমান রয়েছে।
What's Your Reaction?