নগরকান্দায় পুলিশের অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টরের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি
ফরিদপুরের নগরকান্দা পৌরসদরের পুলিশের অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর মোঃ নওশের মাতুব্বরের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির সংঘটিত হয়েছে।
রোববার দিবাগত রাত আনুমানিক ২টায় এ ডাকাতির ঘটনা ঘটে। জানা যায় পুলিশের অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর মো: নওশের মাতুব্বর পৌর সভার ২নং ওয়ার্ডের বাসিন্দা।
প্রতিদিনের মত নওশের মাতুব্বর পরিবারের সদস্য নিয়ে রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে বারান্দার জানালার রড ভেঙে ডাকাত সদস্যরা ঘরে প্রবেশ করে নওশের মাতুব্বরকে ঘুমন্ত অবস্হায় রামদা দিয়ে মাথায় কোপ মারে। এসময় আলমারিতে থাকা নগদ ৮ হাজার টাকা এবং আনুমানিক ৪ ভরি স্বর্নালংকার নিয়ে ডাকাত সদস্যরা দ্রুত স্হান ত্যাগ করে।
পরিবারের সদস্যদের চিল্লাচিল্লিতে এলাকার লোকজন ওই রাতে বাড়িতে জড়ো হয়। আহত অবস্হায় নওশের মাতুব্বরকে নগরকান্দা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এবিষয় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। সংবাদ পেয়ে আমি ও আমার সদস্যদের নিয়ে সরেজমিনে গিয়েছিলাম। খবর পেয়ে জেলা থেকে আলফা থ্রি পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার শৈলান চাকমা স্যার এসেছিলেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?