নগরকান্দায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত দুই সহোদর
ফরিদপুরের নগরকান্দায় পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে দুই সহোদর।
ঘটনাটি ঘটেছে, উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে।
অভিযোগ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর সকালে নিপেন মন্ডল ও তার ভাই নরেশ মন্ডলের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে একই গ্রামের কাশেম ফকির গংদের সাথে। এঘটনার জেরে শনিবার ( ১৬ নভেম্বর) নিপেন মন্ডল ও নরেশ মন্ডল, নিজ গ্রামের রোকেন সরদারের বাড়িতে কাঠের কাজ করতে যায়। কাজ করার সময় আসামী কাশেম ফকির (৬০),মোঃ ওসমান ফকির (৫২), মোঃ আকমান ফকির (৪৫), মোঃ আক্কাছ ফকির (৩৮) মোঃ ইসলাম ফকির (৫৭), মোঃ রবিউল ফকির (২৩) মোঃ জাহাঙ্গীর ফকির (৪৮), অনিক মন্ডল ( দিপু (২০) সহ অজ্ঞাত দুই- তিন জন পরিকল্পিত ভাবে লাঠি সোটা, লোহার রড, হকিষ্টীক, রামদা ইত্যাদি দেশীয় অস্ত্র-সন্ত্র নিয়ে হামলা চালিয়ে আহত করেন দুই সহোদরকে ।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
নগরকান্দা থানা অফিসার ইনচার্জ, মোঃ সফর আলী জানান, এঘটনায় মামলা হয়েছে, আসামী গ্রেফতারে অভিযান চলছে।
What's Your Reaction?