নগরকান্দায় বিএনপি নেতার বাবার মৃত্যুতে মহাসচিবের শোকবার্তা

ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের পিতা আলহাজ্ব আতিকুর রহমান শরীফ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২ এপ্রিল) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “আলহাজ্ব আতিকুর রহমান শরীফের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন ধার্মিক, সৎ ও সজ্জন ব্যক্তি, যিনি প্রতিবেশীদের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। মহান রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাত নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দান করেন—এই দোয়া করি।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
What's Your Reaction?






