নগরকান্দায় বেওয়ারিশ কুকুরের ভয়ে আতঙ্কিত জনপথ

স্টাফ রিপোর্টার
Mar 10, 2024 - 23:38
 0  14
নগরকান্দায় বেওয়ারিশ কুকুরের ভয়ে আতঙ্কিত জনপথ

ফরিদপুরের নগরকান্দায়  বেওয়ারিশ কুকুরের ভয়ে আতঙ্কিত মানুষ। সর্বদা ভয়ে ভয়ে পথ চলতে হচ্ছে তাদের। নগরকান্দায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পথচারীদের তাই আতঙ্ক নিয়েই পথ চলতে হচ্ছে। না জানি কখন কাকে কামুড় দিয়ে বসে। 

বিশেষ করে সন্ধার পর এসব কুকুরের উপদ্রব আরো বৃদ্ধি পায়। ছড়িয়ে ছিটিয়ে থাকা বেওয়ারিজ কুকুর গুলো রাতে এক জায়গায় জড়ো হয়। রাস্তা দিয়ে কেউ হেটে গেলেই তাকে আক্রমণ করার চেষ্টা করে। এতে অনেকে আতঙ্কিত হয়ে পড়ে। 

ইতোপূর্বে নগরকান্দা পৌরসভা থেকে প্রতিবছর বেওয়ারিশ কুকুর নিধন করা হলেও বর্তমানে বন্ধ রয়েছে। 

তাহলে এই সব বেওয়ারিশ কুকুরদের উপদ্রব থেকে বাঁচার উপায়-ই বা কি? মেয়রের কাছে জানতে চাওয়া হয়-এর সমাধান কি? 

এ ব্যাপারে নগরকান্দা পৌর মেয়র নিমাই সরকার দৈনিক খোলাচোখকে জানান- পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বর্তমানে সরকারি ভাবে কুকুর নিধন নিষিদ্ধ করা হয়েছে। 
কুকুর মেরে ফেলার পরিবর্তে কুকুরকে ভ্যাকসিন দেওয়ার বিধান রয়েছে। 
তিনি আরো জানান- নগরকান্দা পৌর এলাকায় যেসব বেওয়ারিশ কুকুর রয়েছে সে গুলোকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রয়োজনে আরো ভ্যাকসিন দেওয়া হবে বলেও তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow