নগরকান্দায় বেগম শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
ফরিদপুরের নগরকান্দায় আর্তমানবতার সেবায় নিয়োজিত বেগম শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে আট টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোমোট দুইশত আটজন কৃতি শিক্ষার্থীদের মাঝে এই সন্মাননা প্রদান করা হয়।
আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে বেগম শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান লন্ডন প্রবাসী মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবীর।
অনুষ্ঠানটি রোজিনা আক্তার অরন্যের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরিয়া সমাজ কল্যান সংস্থার পরিচালক দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক প্রকাশক মাহবুব আহাদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারী নগরকান্দা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফতাব হোসেন, সরকারী মহেন্দ্র নারায়ন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, কওমী একাডেমির প্রিন্সিপাল নুরুল আমিন,সাংবাদিক শফিকুল ইসলাম মন্টু প্রমুখ।
উল্লেখ্য বেগম শিরিয়া সমাজ কল্যাণ সংস্থাটি দীর্ঘদিন যাবত আর্তমানবেতর সেবায় সমাজের বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম চালিয়ে আসছে। ভবিষ্যতে তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান, মাসুদুর রহমান। এসময় মাসুদুর রহমান ও মাহবুব আহাদ ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
What's Your Reaction?