নগরকান্দায় মাটিকাটার কারণে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক ও জমি

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Apr 10, 2025 - 19:14
 0  10
নগরকান্দায় মাটিকাটার কারণে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক ও জমি

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় অব্যাহত রয়েছে পুকুর খননের নামে মাটি কাটা এবং মাটি বিক্রি করার ঘটনা। স্থানীয় কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং জমির শ্রেণি পরিবর্তনের ফলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কৃষি উৎপাদনে। এছাড়াও, গ্রামীণ সড়কগুলোর অবস্থাও খারাপ হয়ে পড়ছে, যেহেতু মাটি বোঝাই ট্রলি ও ড্রাম ট্রাক নিয়মিত চলাচল করছে।

এ ঘটনা দীর্ঘ দিন ধরে চললেও, স্থানীয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনিক কোনো কার্যক্রম না হওয়ায় মাটি কাটার কাজ থামানো যাচ্ছে না।

নগরকান্দার লস্কারদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী বড় চকে প্রায় অর্ধ কোটি টাকার মাটি বিক্রির কাজ করছে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ওহিদ মেম্বার। এখানেও চলছে পুকুর খননের নামে মাটি কাটা। একইভাবে, লস্কারদিয়া মাঝিকান্দা বাজারের কাছে জাফর জুমাদ্দারের পুকুর খননের নামে মাটি কাটা চলছে। এছাড়া, রামনগর ইউনিয়নের দুলার ডাঙ্গী গ্রামে মাটি ব্যবসায়ী হারুন এবং মোশা নামের ব্যক্তিরা ফসলি জমি কেটে বিক্রি করছেন।

মাটি ব্যবসায়ীরা সাধারণত জমির মালিকদের ফ্রি বা অর্থের বিনিময়ে পুকুর খনন করার কথা বলে রাতের আঁধারে ফসলী জমির মাটি কেটে বিক্রি করে থাকেন। এর ফলে জমির শ্রেণি পরিবর্তন হচ্ছে, যা কৃষি জমির জন্য ক্ষতিকর। এছাড়া, সড়কে অতিরিক্ত ট্রলি ও ড্রাম ট্রাক চলাচলের কারণে গ্রামীণ সড়কগুলোর কার্পেটিং নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেখানে ফাটল ও গর্তের সৃষ্টি হচ্ছে। সড়কের পাশের ঘরবাড়ির মধ্যে ধুলা প্রবাহিত হয়ে বাসিন্দাদের শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করছে। মাঝে মাঝে সড়কে দুর্ঘটনাও ঘটছে।

উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক জানান, মাটি ব্যবসায়ীরা সড়ক দিয়ে মাটি বোঝাই ট্রলি ও ট্রাক চালিয়ে সড়ক নষ্ট করছে। তবে তারা জানালে ইউএনও স্যারকে অবগত করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, যেখানেই মাটি কাটার খবর পাওয়া যায়, তহসিলদার ও স্থানীয় কর্মকর্তাদের পাঠিয়ে তা বন্ধ করার চেষ্টা করা হয়। ইতোমধ্যেই অভিযানের মাধ্যমে জরিমানা করা হয়েছে, এবং এসব স্থানেও অভিযান চলবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow