নগরকান্দায় যাত্রী সেজে ভ্যান গাড়ি চুরি
ফরিদপুরের নগরকান্দায় যাত্রী বেশে ভ্যান গাড়ি চুরি করে নিয়ে গেছে।
২৩ সেপ্টেম্বর সোমবার বেলা ১ টার দিকে নগরকান্দা দুধ বাজার থেকে ভ্যানটি চুরি হয়।
ভ্যান গাড়ি চালক উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের ইমামুল মুন্সির ছেলে কিশোর সামিউল বলেন, ভবুকদিয়া বাসস্ট্যান্ড থেকে যাত্রী বেশে নগরকান্দা বাজারে আসে এবং বাজার সদাই আলুর বস্তা আনার কথা বলে ভ্যান রেখে দোকানের দিকে নিয়ে যায় এবং চোখের পলকে চোর অদৃশ্য হয়ে যায়। ফিরে এসে দেখি আমার ভ্যান গাড়ি নেই।গাড়ি হারিয়ে কিশোর সামিউল বেশামাল হয়ে পড়েছে। তবে বাজারের সিসি ক্যামেরায় ভ্যান চুরি ধরা পড়েছে।
What's Your Reaction?