নগরকান্দায় সাংবাদিকদের সাথে ইউএনও'র ইফতার
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে ইফতার করলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির।
মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির সাংবাদিকদের সাথে ইফতার পর্ব শেষ করেন।
এসময় উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা নির্বাচন অফিসার আবু তালেব,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদ সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাত্র ৩ মাস হলো আমি নগরকান্দায় যোগদান করেছি। আমি যোগদানের পর পর জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন অফিসিয়াল ব্যস্ততায় আপনাদের সাথে বসার সুযোগ করতে পারি নাই। তাই আজ পবিত্র রমজান মাসে ইফতারির মাধ্যমে আপনাদের সাথে পরিচিত হতে পারলাম। জাতির বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে যাতে আমরা একসাথে কাজ করতে পারি, আশা করি সে সুযোগ আপনারা আমাকে দিবেন।
What's Your Reaction?