নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার (ফরিদপুর-ভাঙ্গা সড়ক) ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে সড়ক দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছে। জানা গেছে শনিবার বেলা সাড়ে ১২ টায়
কুষ্টিয়া-ঝিনাইদহ গামী জিএম পরিবহন ও প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়।
উক্ত সংঘর্ষে বাস ও কাভার্ড ভ্যানের ড্রাইভারের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং কয়েকজন আহত ব্যক্তিকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে কোন নিহতের খবর পাওয়া যায়নি। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ী দুটি উদ্ধারপূর্বক তাদের হেফাজতে নেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?