নগরকান্দায় ১১৫ পিস ইয়াবা সহ মাদক সম্রাট আটক
ফরিদপুরের নগরকান্দায় ১১৫ পিস ইয়াবা সহ ওবায়দুর খান নামের এক দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ।
মঙ্গলবার (২৬ মার্চ) গভীর রাতে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় মোঃ রোকন ও সাজেদা বেগম নামের আরো দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো: আমিনুর রমানের নির্দেশে এসআই মোঃ সেলিম মোল্লা অভিযান পরিচালনা করেন। এসআই সেলিম মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মাদক সম্রাট কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১৫ পিস ইয়াবা সহ একটি রামদা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে।
What's Your Reaction?