নতুন কুঁড়ি স্কুলে আধুনিক অডিটোরিয়ামের উদ্বোধন

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
Mar 16, 2025 - 17:20
 0  4
নতুন কুঁড়ি স্কুলে আধুনিক অডিটোরিয়ামের উদ্বোধন

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন পরিচালিত নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১১টায় ভবনটির উদ্বোধন করেন ২০৩ পদাতিক ডিভিশন ও খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে অডিটোরিয়াম ভবনটি নির্মিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, আর বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

উদ্বোধন শেষে অতিথিরা অডিটোরিয়াম ভবন ও স্কুল পরিদর্শন করেন। এরপর, নবনির্মিত অডিটোরিয়ামে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় রিজিয়ন কমান্ডার বলেন, "পার্বত্য অঞ্চলে শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।" এ সময় তিনি অডিটোরিয়াম ভবন নির্মাণে সহায়তার জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, "পার্বত্য অঞ্চলের শিক্ষার উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে সেনাবাহিনীর অবদান অনস্বীকার্য। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেকোনো উন্নয়ন কার্যক্রমে জেলা পরিষদ সেনাবাহিনীর পাশে থাকবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, রিজিয়নের জিটুআই মেজর মোস্তফা আরেফিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী প্রতি পদ দেওয়ান, পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, নিটোল মনি চাকমা, অনিময় চাকমা, এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, মো. মাহবুবুল আলম, প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow