নতুন পাঠ্যপুস্তকে আবু সাঈদ হত্যার তারিখ ভুল: বেরোবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
নবম ও দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল উল্লেখ এবং অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সোমবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, "কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাঈদের ইতিহাস বিকৃতির যে অপচেষ্টা করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এনসিটিবি এমন একটি ভুল কীভাবে করতে পারে? আমরা মনে করি, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।"
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, "আবু সাঈদ ছিলেন জুলাই অভ্যুত্থানের প্রতীক। তার মৃত্যুর তারিখ নিয়ে ভুল দেওয়া চরম গাফিলতি। এনসিটিবির এমন কুচক্রীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না। বাংলা মাটিতে এ ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।"
উল্লেখ্য, নবম ও দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে আবু সাঈদ হত্যার সঠিক তারিখ উল্লেখ না করে ভুল তথ্য দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, এটি ইতিহাস বিকৃতির অপচেষ্টা এবং তাৎক্ষণিক সংশোধনের দাবি জানিয়েছেন।
What's Your Reaction?