শিমুলতলা বাজারে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি, ভস্মীভূত তিনটি দোকান

নন্ন
Mar 12, 2025 - 23:43
 0  3
শিমুলতলা বাজারে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি, ভস্মীভূত তিনটি দোকান

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের শিমুলতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, যেখানে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ (১২ মার্চ, মঙ্গলবার) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার উলুহাটি শিমুলতলা বাজারের মেসার্স সালাম ট্রেডার্স নামের একটি মনোহরি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মেসার্স সালাম ট্রেডার্স, স্বপ্ন বিলাস স্টোর সম্পূর্ণ পুড়ে যায় এবং সোহাগ মিয়ার ইলেকট্রনিক ও হার্ডওয়্যার দোকানসহ আরও দুটি দোকানে আংশিক ক্ষয়ক্ষতি হয়।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে তারা বিপুল পরিমাণে মালামাল মজুদ করেছিলেন, যা নিমিষেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

মেসার্স সালাম ট্রেডার্সের স্বত্বাধিকারী শফিক আহমেদ ও স্বপ্ন বিলাস স্টোরের স্বত্বাধিকারী সুলতান মাহমুদ সজিব বলেন, "এই দোকানগুলোই ছিল আমাদের একমাত্র সম্বল। সব কিছু পুড়ে যাওয়ায় এখন আমরা কী করব, তা বুঝতে পারছি না।"

স্থানীয় বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম লিটন, মোঃ গিয়াসউদ্দিন মেম্বার, মোঃ আঃ রাজ্জাক মেম্বার ও নূরুল আমিন ভূঁইয়া জানান, বাজারের বড় দোকানগুলো পুড়ে যাওয়ায় এলাকাবাসী চরম ক্ষতির মুখে পড়েছে।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ আহম্মেদ ও তার সঙ্গীয় ফোর্স।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow