নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু মিছিল

জান্নাত আক্তার,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি
Jan 15, 2025 - 21:58
 0  3
নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপির নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু– মিছিল করেছে দলটির ত্যাগী ও পদবঞ্চিত নেতা-কর্মীরা।

 বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একটি ঝাড়ু মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল কলেজের সাবেক ভিপি মোঃ ওসমান খান, বিএনপির সাবেক নেতা আফজাল হোসেন, বিশিষ্ট ঠিকাদার শফিকুল ইসলাম খন্দকার সেলু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জহির উদ্দিন, বর্তমান ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।

সভায় বক্তারা নব-গঠিত উপজেলা বিএনপির কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

উল্লেখ্য, গত বছরের ২৩ সেপ্টেম্বর সরাইল উপজেলা কমিটি অনুমোদন পাওয়ার পর চলতি বছরের ১০ জানুয়ারি তা প্রকাশ করে বর্তমান কমিটি। এর পর থেকে পদ-বঞ্চিত নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এ ব্যাপারে কথা বলার জন্য ঘোষিত কমিটির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের মোবাইল ফোনে কয়েক দফা ফোন দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্করের মোবাইল ফোনে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow