নবীনগর-আশুগঞ্জ সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে উত্তরাঞ্চলের হাজারো মানুষ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আশুগঞ্জ পর্যন্ত সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণকাজে দীর্ঘসূত্রতা ও অগ্রগতির অভাবে চরম দুর্ভোগে পড়েছেন নবীনগর উপজেলার উত্তরাঞ্চলের অন্তত ২০টি গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে কাজ চললেও দৃশ্যমান কোনো উন্নতি না হওয়ায় জনমনে ক্ষোভ দিন দিন তীব্রতর হচ্ছে।
বৈশাখের বৃষ্টিতে পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে কাদা-পানির স্রোত। বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দে ভরা রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও বৃদ্ধদের চলাচলে দেখা দিয়েছে মারাত্মক ভোগান্তি। এমনকি যানবাহন আটকে গিয়ে প্রায়ই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
বীরগাঁও গ্রামের বাসিন্দা বশির মিয়া জানান, “অনেকদিন ধরে রাস্তাটির এ অবস্থা। বড় গর্ত আর বৃষ্টির পানি মিলে যাতায়াতই যেন দুঃস্বপ্ন। এর উপর আবার রাস্তাটি খুবই পিচ্ছিল হয়ে পড়ে।”
নবীনগর ও আশুগঞ্জের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং নিত্যদিনের যোগাযোগে এই সড়কের গুরুত্ব অপরিসীম। কিন্তু সড়কটির দুরবস্থার কারণে এখন অর্থনৈতিক কর্মকাণ্ডেও দেখা দিয়েছে নেতিবাচক প্রভাব।
এই অবস্থায় এলাকাবাসীর একটাই দাবি—যত দ্রুত সম্ভব সড়কটির কাজ সম্পন্ন করতে হবে। নবীনগরের উত্তরাঞ্চলের ভুক্তভোগী জনসাধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, “রাস্তার কাজ পুনরায় শুরু হয়েছে। স্থায়িত্ব নিশ্চিত করতে কিছুটা সময় দরকার এবং প্রকৌশলগত কারণে মাটি বসানোর জন্য বর্ষার পানি গুরুত্বপূর্ণ। তবে যদি কোনো ঠিকাদারি গাফিলতি পাওয়া যায়, সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
What's Your Reaction?






