নবীনগরে অবৈধ ড্রেজার জব্দের পর হঠাৎ মুক্তি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের হাতে জব্দ হওয়া অবৈধ ড্রেজারগুলো নৌকাঘাট থেকে হঠাৎ করে মুক্তি পেয়েছে। স্থানীয় জনগণের মধ্যে এই ঘটনা নিয়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলেন , প্রশাসনের হাতে জব্দ হওয়া ড্রেজারগুলো আর সেখানে নেই। বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "মোছলেখা রেখে ড্রেজারগুলো ছেড়ে দেয়া হয়েছে।"
এই সিদ্ধান্তের পেছনে কি কারণ রয়েছে এবং কি আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, তা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে।
What's Your Reaction?