নবীনগরে আন্দোলনে শহীদ সুজয়ের লাশ উত্তোলনে পরিবারের বাধা

কাউসার আহমদ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Feb 20, 2025 - 18:25
Feb 20, 2025 - 18:26
 0  4
নবীনগরে আন্দোলনে শহীদ সুজয়ের লাশ উত্তোলনে পরিবারের বাধা

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত তানজিল মাহমুদ সুজয়ের (১৯) লাশ উত্তোলনে বাধা দিয়েছে তার পরিবারের সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর কেন্দ্রীয় কবরস্থানে ছাত্র আন্দোলনে নিহত সুজয়ের লাশ দাফন করা হয়েছিল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মামলার তদন্তের স্বার্থে কবর থেকে লাশ উত্তোলন করতে যান নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবু মুছা। তার সঙ্গে ছিলেন, ঢাকা জেলার সিআইডি ইন্সপেক্টর মাছুম।

এ সময় শহীদের পরিবারের লোকজনসহ স্থানীয়রা লাশ উত্তোলনে অসম্মতি প্রকাশ করেন।

মামলার তদন্তের স্বার্থে কেন লাশ উত্তোলন করতে দেওয়া হবে না জানতে চাইলে, শহীদের পিতা শফিকুল ইসলাম জানান, পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত তার পরিবার।এই ঘটনায় স্থানীয়দের মধ্যে বিরাজ করেছে শোক ও ক্ষোভের আবহ, পুনরায় লাশ দেখতে মানসিকভাবে প্রস্তুত নন তিনি। লাশের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সরকারের কাছে তার একমাত্র ছেলের মৃত্যুর বিচারের দাবি তার।

নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ তানজিল মাহমুদ সুজয়ের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করতে পরিবারের লোকজন অসম্মতি প্রকাশ করে। পরে তাদের লিখিত বক্তব্য নিয়ে লাশ উত্তোলন ছাড়াই আমরা চলে আসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow