নবীনগরে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ  

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
Feb 2, 2025 - 21:03
 0  3
নবীনগরে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ  

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম বাজারে রবিবার দিনে দুপুরে এক স্বর্ণ ব্যবসায়ীকে দোকানে ঢুকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ওই স্বর্ণ ব্যবসায়ীর নাম পরিমল কর্মকার (৫০)। তিনি শ্যামগ্রাম বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল দুপুর আনুমানিক সাড়ে বারটার দিকে শ্যামগ্রাম বাজারে স্বর্ণ ব্যবসায়ী পরিমল কর্মকার ও তার ছোটভাই প্রবীর কর্মকার তাদের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত আচমকা দোকানে ঢুকে সশস্ত্র হামলা চালায়। সে সময় ৯৯৯ এ কল দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু পুলিশ পৌঁছার আগেই দুর্বৃত্তরা দোকান মালিকের মাথা ফাটিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে দোকান মালিকের ছোটভাই প্রবীর কর্মকার বলেন,’গত দেড় বছর আগে আমাদের বাড়ি থেকে তিন লক্ষাধিক টাকা মূল্যের একটি অষ্ট্রেলিয়ান গাভী চুরি হয়। পরে এ নিয়ে থানায় মামলা করার পর পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। কিন্তু পরে তারা জেল থেকে ছাড়া পায়। জেল থেকে ছাড়া পাওয়া সেই শাহ আলম, জুয়েলের নেতৃত্বে কয়েকজন আজ আমাদের দোকানে এই হামলা চালায়।’

এতদিন পর কেন হামলা হল? এ প্রশ্নের জবাবে প্রবীর জানান,’আমরা গ্রামে পাকা দালান করেছি। সেই টাকা কোথায় পেয়েছি, এ নিয়ে গতকাল রাতে এলাকার একজন প্রভাবশালী নেতা আমাদেরকে জেরা করছিলেন। এ নিয়ে ওই নেতার সঙ্গে কথা কাটাকাটি হয়। আমাদের ধারণা, এরই জের ধরে আজ এই জঘণ্য হামলা হয়েছে।’

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন,’ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে। এ বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow