নবীনগরে জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদের বাড়িতে দুর্ধর্ষ চুরি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকূট ইউনিয়নের মনিপুর গ্রামের কৃতি সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদের গ্রামের বাড়িতে গতকাল মধ্য রাতে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে দেশীয় কৌশলে টিন কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে এতে প্রায় ৫/৬লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নগদ অর্থ সহ ফ্রীজ ,টিভি, ওভেন ,ব্লান্ডার মেশিন ,গ্যাস সিলিন্ডার ,ডেকডেকসি যাবতীয় মালামাল এসময় চুরি করে নিয়ে যান।
মনিপুর গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায় যে এই গ্রামের ই কিছু চিহ্নিত চুর রয়েছে যারা নাকি এই গ্রামে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটিয়েছে। গ্রাম বাসী উপজেলা প্রশাসনের নিকট আকুল আবেদন করে বলেন চিহ্নিত চুর গুলোকে কঠিন হস্তে দমন করলে আর এরকম চুরির ঘটনা ঘটবে না।
What's Your Reaction?