নবীনগরে ট্রাকের ধাক্কায় নারী নিহত

কাউছার আহমেদ, নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
Dec 11, 2024 - 20:30
 0  6
নবীনগরে ট্রাকের ধাক্কায় নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাকের ধাক্কায় সুফিয়া বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের বড়হিত মোড়ে এই ঘটনা ঘটে৷ নিহত সুফিয়া বেগম উপজেলার বগডহর গ্রামের মৃত মোঃ রাজু মিয়ার মেয়ে৷

নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুফিয়া বেগম বুধনার দুপুরে রাধিকা হতে সিএনজি যোগে নিজ বাড়ি বগডহর গ্রামে যাচ্ছিলেন। এমন সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক সিএনজি টিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরতর আহত হন সুফিয়া বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow