নবীনগরে পূর্ব শত্রুতার জেরে ৬ লক্ষ টাকার গাছ কাটার অভিযোগ

কাউসার আহমদ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Dec 24, 2024 - 19:26
 0  5
নবীনগরে পূর্ব শত্রুতার জেরে ৬ লক্ষ টাকার গাছ কাটার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে প্রায় শতাধিক মূল্যবান ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৬লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী আরফান ইসলাম আনোয়ার। মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে এই ঘটনা ঘটে৷ এই ঘটনায় আরফান ইসলাম আনোয়ার বাদী হয়ে মোহাম্মদ আবু সামাসহ ১৩ জনের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সরেজমিনে এবং অভিযোগ সূত্রে জানাযায়, আরফান ইসলাম আনোয়ার এর পরিবারের সাথে দীর্ঘ দিন ধরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী আবু সামার সাথে বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জেরে ২৪ ডিসেম্বর সকালে আবু সামা ও তার পরিবারের লোকজন আরফান ইসলাম আনোয়ার এর বাগানের গাছ গুলো কেটে ফেলে। এসময় বাঁধা দিতে গেলে আরফান এর পরিবারের লোকদের উপর হামলা করে আবু সামার পরিবারের লোকজন।
প্রত্যক্ষদর্শী বজলুর রহমান জানান, এই যায়গা টি মৃত হাসিম মিয়ার দখলে ছিল, তিনি মারা যাওয়ার পর তার তিন ছেলে দখল করে আসছে। সকালে শুনছি আবু সামাসহ তার লোকজন গাছ গুলো কেটে ফেলেছে।
আরেক প্রত্যক্ষদর্শী আব্দুল আওয়াল বলেন, আজ সকালে আমি আমার জমিতে কাজ করতে ছিলাম। ওই সময় দেখি গাছ কাটা নিয়ে দুই পক্ষ মারামারি করছে আমরা এসে ফিরিয়ে দিয়েছি৷ আমার জানামতে এই জায়গার মালিক ফুল মিয়াসহ তারা তিন ভাই। তবে এখানে ম্যাপে ৫/৬ হাত যায়গা পাই আবু সামা।
ভুক্তভোগী ইফরান হোসেন আনোয়ার বলেন, এই যায়গা টি আমার দাদা ক্রয় করেছিল। তারপর থেকে আমার দাদা দখল করে আসছে৷ দাদা মারা যাওয়ার পর এখন আমার বাবা ও দুই কাকা দখল করে আসছে। বর্তমানেও যায়গা টি আমাদের দখলে আছে। হঠাৎ করে প্রতিবেশী আবু সামা এই যায়গা থেকে কিছু অংশ পাবে বলে দাবি করে আসছে। আমরা এর প্রতিবাদ করলে তারা আমাদের কে মারধর করে বিভিন্ন ভয়ভীতি দেখায়৷ কিছু দিন আগে আমার কাছ থেকে ১০ লাখ টাকাও চেয়েছিল। আমরা টাকা দিতে রাজি না হওয়ায় সকালে আমাদের বাগানের প্রায় ৬০/৭০ টি গাছ কেটে ফেলে৷ আমার পরিবারের লোকজন বাঁধা দিলে তারা আক্রমন করে আমার পরিবারের কয়েকজনকে আহত করে। এঘটনায় নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রশাসনের সহযোগিতায় আমি এর সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত আবু সামা বলেন, এ জায়গা টি আমার, প্রায় ৪০ বছর পূর্বে ক্রয় করেছি। আমি হাসিম মিয়াকে জায়গা টিতে ফসল করার জন্য দিয়েছিলাম৷ পরবর্তীতে সে তার নামে বিএস করে ফেলে৷ গাছ গুলো আমি রোপন করেছি, আমার জায়গাতে রোপন করা গাছ আমি কেটেছি।

অভিযোগের বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, অভিযোগ টি তদন্তাধীন আছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow