নবীনগরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
May 9, 2024 - 17:03
 0  9
নবীনগরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ শফিকুল ইসলাম (৪৫) নামে এক বেকারী ব্যবসায়ী নিহত হয়েছে।

বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান৷
শফিকুল ইসলাম উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে। সে ঢাকার টংগীতে বিস্কুট ও রুটির বেকারীতে ব্যবসা করতেন৷
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শফিউল গত চারদিন আগে স্ত্রী-সন্তানদের নিয়ে নবীনগর আসেন৷ গতকাল রাতে শোবার রুমে বৈদ্যুতিক লাইট লাগাতে গিয়ে অজান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়৷ পরে পরিবারের সদস্যরা শফিকুলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবারের লোকেরা বিনা ময়নাতদন্তে লাশ বাড়িতে নিয়ে যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow