নবীনগরে মহান বিজয় দিবস পালিত
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সকালে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের শুরু।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ: উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীসহ প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন: সকাল ৭:৩০ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ পুলিশ নবীনগর থানার এসআই আক্কাস আলীর নেতৃত্বে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার অভিবাদন: উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক অভিবাদন গ্রহণ করেন।
বিজয়ের স্মৃতি চিরন্তন: বিজয় দিবসের এ উদযাপন মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখতে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
What's Your Reaction?