নবীনগরে সেতুর দাবিতে মানববন্ধন

কাউসার আহমদ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Feb 4, 2025 - 21:27
 0  6
নবীনগরে সেতুর দাবিতে মানববন্ধন

তিতাস নদীর ওপর বগডহর থেকে নবীনগর পর্যন্ত একটি সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নের বাসিন্দারা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নবীনগর প্রেসক্লাবের সামনে হাজারো নারী-পুরুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। পরে নদী পারাপারে ব্যবহৃত আহমেদ প্রাইভেট হাসপাতালের মালিকানাধীন ফেরিটি মানববন্ধনে অংশগ্রহণকারীরা জোরপূর্বক নিয়ে যান। এ সময় ফেরিচালক ও হাসপাতাল মালিকের শ্যালকসহ কর্মরত তিনজনকে মারধর করা হয়।

এসব ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাসপাতালের মালিকপক্ষের নাম ধরে বিভিন্ন স্লোগান দিয়ে নবীনগরের বড়বাজার হতে থানা নৌকাঘাট পর্যন্ত গণমিছিল করে মানববন্ধনে অংশগ্রহণকারী জনতা। ঘটনাস্থলে নবীনগর থানা পুলিশের এসআই রামকানাইয়সহ ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আহাম্মদ প্রাইভেট হাসপাতালের মালিকানাধীন ফেরি দিয়ে নদী পারাপারের ব্যবসা পরিচালনা করা হচ্ছে এবং এ কারণেই তারা সেতু নির্মাণে বাধা দিচ্ছে বলে অভিযোগ তোলেন বক্তারা। তারা বলেন, একটি কুচক্রী মহল এই সেতু নির্মাণের বিরোধিতা করে ষড়যন্ত্র চালাচ্ছে। দীর্ঘদিন ধরেই নবীনগর পূর্ব ইউনিয়নের জনগণ এই সেতুর জন্য দাবি জানিয়ে আসছে।

এই সেতু নির্মাণ হলে নবীনগর পূর্ব ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধিত হবে এবং অর্থনৈতিক কার্যকলাপ চাঙ্গা হবে। বর্তমানে নদী পারাপার করতে জনগণকে নৌকা বা অন্যান্য ঝুঁকিপূর্ণ পদ্ধতি অবলম্বন করতে হয়। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও বয়স্কদের জন্য এটি অত্যন্ত কষ্টকর।

বক্তব্যে সাবেক নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান বলেন, কৃষি জমি নষ্ট করে এই হাসপাতাল তৈরি করা হয়েছে। যার কারণে তিতাস নদীর পানি দূষিত হচ্ছে এবং তারা ব্যক্তিস্বার্থে সেতু নির্মাণের বিরোধিতা করছে।

আমরা বগডহরবাসী একত্রিত হয়েছি জনস্বার্থে তার (হাসপাতালের মালিক ফরিদ মিয়া) ব্যক্তিগত ফেরি ব্যবসা অবিলম্বে বন্ধ করতে হবে। মানববন্ধনে উপস্থিতরা হাসপাতাল মালিকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। 

এ সময় সাবেক মেম্বার মাইনউদ্দিন, মফিজ, বাচ্চু মিয়া, মহিলা মেম্বার তাসলিমা বেগম, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিতি ছিলেন। 

এ সকল বিষয়ে আহমেদ প্রাইভেট হাসপাতালে মালিক ফরিদ মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, চেয়ারম্যান হেলাল এবং মাওলানা মেহেদির নেতৃত্বে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। সেতু নির্মাণ হলে সবাই উপকৃত হবে। আমাদের হাসপাতালের সামনে একটি সেতু নির্মাণের জন্য এলজিইডি তে কাগজপত্র জমা দিয়েছি। তাদের দাবিকৃত সেতু হওয়ার কথা মনতলায়। তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে, আমি কোন বাধা দিইনি।  তারপরও আমার লোকজনকে মেরে হতাহত করেছে, আমার হাসপাতালের পারাপারের ফেরি নিয়ে গেছেন। আমি থানায় অভিযোগ করেছি, আমার কর্মচারীদের ওপরে হামলার অভিযোগে মামলা করব।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, সকালে নবীনগর পূর্ব ইউনিয়নের বাসিন্দারা তিতাস নদীর ওপর বগডহর থেকে নবীনগর পর্যন্ত একটি সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছিল, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow