নবীনগরে ৮ কেজি গাঁজাসহ মা-মেয়ে গ্রেফতার

কাউছার আহমদ , নবীনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Mar 25, 2025 - 15:17
 0  5
নবীনগরে ৮ কেজি গাঁজাসহ মা-মেয়ে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৮ কেজি গাঁজাসহ মা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার বাইশমৌজা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আখাউড়ার ভবানীপুর গ্রামের কিসমত আলীর স্ত্রী রাহিমা বেগম (৩৭) ও সাগর বাদশার স্ত্রী মোছা. আঙ্গুরা বেগম (৪৭)। সম্পর্কে তারা মা ও মেয়ে।

গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। নবীনগর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow