নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা ছিন্ন-বিচ্ছিন্ন হওয়া ৬ জনের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারন নিয়ে রহস্য

এম নুরউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি
Jul 8, 2024 - 17:32
 0  8
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা ছিন্ন-বিচ্ছিন্ন হওয়া ৬ জনের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারন নিয়ে রহস্য

নরসিংদীর রায়পুরায় ঢাকা মেইল ট্রেনের কাটা পড়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে রেললাইনে ৫ জনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা লাশ শনাক্তের প্রক্রিয়া শুরু করে।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক দেড় কিলোমিটার দূরে খাকচক-কমলপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনাস্থলের ১৫ গজ দূরত্বের মধ্যে নিহতদের শরীরের বিভিন্ন অঙ্গ ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় লাশগুলো উদ্ধার করে রেলওয়ে পুলিশ। সবগুলো মরদেহ কাছাকাছি হওয়ায় মৃত্যুর কারন নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর পর রায়পুরা থানা পুলিশ, রেলওয়ে পুলিশ, পিবিআই ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে নিহতদের নাম পরিচয় শনাক্ত করতে বিভিন্ন আলামত সংগ্রহ করতে থাকেন। 

এছাড়াও একই দিন বেলা সাড়ে এগারোটায় মেথিকান্দা রেলস্টেশন সংলগ্ন শ্রীরামপুর রেলক্রসিং এলাকায় কালনী এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে আরও এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে রায়পুরা উপজেলায় ট্রেনে কাটায় ৬ জনের মৃত্যু হয়েছে। 

একাধিক সূত্র গণমাধ্যমে এসব মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তবে নিহত হওয়া ৬ জন ব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনের ছাদ থেকে পড়ে অথবা রেললাইনে বসে থাকা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তাঁদের আনুমানিক বয়স ১৮ থেকে ২৫। এদিকে অনেকেই ধারণা করছেন নিহত ব্যক্তিদের অন্যত্র থেকে হত্যা করে এখানে এনে ফেলে রাখে। তবে এসব ধারণাকে ওড়িয়ে দিয়ে তারা বলছে মরদেহ ময়না তদন্ত স্বাপেক্ষে মৃত্যুর কারন সম্পর্কে জানাতে পারবে। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকাল ৮টার দিকে ওই রেললাইন ধরে হাঁটতে থাকা কয়েকজন ব্যক্তি লাইনের উপর পড়ে থাকা পাঁচজন ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশ দেখেন। তাদের মধ্যে তিনজনেরই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিল, দুজনের শরীর দ্বিখÐিত ছিল। এবং চার জনেরই হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়। 
খবর পেয়ে মেথিকান্দা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশরাফ আলী রেলওয়ে পুলিশকে ঘটনা জানান। সকাল ৯টার দিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শহীদুল্লাহ ঘটনাস্থলে আসেন। তিনি জানান, আমরা ঘটনাস্থলে এসে ছড়িয়ে ছিটিয়ে থাকা শরীরগুলো একত্র করেছি। এরপরই পরিচয় শনাক্তের জন্য নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর জানিয়েছি। বেলা সাড়ে ১১টায় তারা ঘটনাস্থলে এসে লাশ শনাক্তের প্রক্রিয়া শুরু করেছেন। 

মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ের ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফীন, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসান, সহকারী কমিশনার (ভ‚মি) শফিকুল ইসলাম, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন ও ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল আলীম।

জানতে চাইলে রেলওয়ের ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, নিহতদের লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পিবিআই। এই প্রক্রিয়া শেষ হলেই ময়নাতদন্তের জন্য তাদের লাশ মর্গে পাঠানো হবে। ঠিক কিভাবে এই পাঁচজন ট্রেনে কাটা পড়লেন, তদন্ত করে এর কারণ অনুসন্ধান চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow