নহাটা মহাশ্মশান কালী মন্দিরে শুরু ৩৩ তম বার্ষিকী ৩২ প্রহর ব্যাপী যজ্ঞানুষ্ঠান

মাগুরার মহম্মদপুরে নবগঙ্গা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী নহাটা কেন্দ্রীয় মহাশ্মশান কালী কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে ৩৩ তম বার্ষিকী ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। ৫ এপ্রিল শনিবার মঙ্গলঘট স্থাপন, প্রদীপ প্রজ্জ্বলন, ভাগবত ও গীতা পাঠের মাধ্যমে যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাসের সূচনা হয়।
১০ এপ্রিল মহানাম কুঞ্জভঙ্গ ও নগর কীর্তনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।
এ বিষয়ে নহাটা মহাশ্মশান কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি অশোক ঘোষ জানান, ‘‘এ বছর দেশের বিভিন্ন এলাকা থেকে ৭টি কীর্তনের দল অংশগ্রহণ করেছে।’’ প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নারী-পুরুষ ভক্তদের উপস্থিতিতে যজ্ঞানুষ্ঠান মুখরিত হয়ে উঠেছে।
What's Your Reaction?






