নাজিরপুরে ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি ও ইউপি সদস্য গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: রুহুল আমিন ভূঁইয়া (৩৫) ও ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম (৪৩) কে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের কবিরাজবাড়ী এলাকা থেকে রুহুল আমিন ভূইয়া কে ও উপজেলার পাতিলাখালী গ্রামের নিজ বাড়ি থেকে ইউপি সদস্য নুরুল ইসলাম কে সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে গ্রেফতার করেছে।
আটককৃত রুহুল আমিন ভূঁইয়া উপজেলার নাজিরপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি কবিরাজ বাড়ি গ্রামের মৃত: সৈয়দ আলী ভুঁইয়ার ছেলে। নুরুল ইসলাম উপজেলা সদর ইউনিয়নের সদর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী। তিনি পাতিলাখালী গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে।
নাজিরপুর থানা এসআই আতিয়ার রহমান ও এসআই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন,ইউপি সদস্য নুরুল ইসলাম বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত আসামি। গতরাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করে সোমবার (২৪ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়। আর রুহুল আমিন ভূইয়াকে নাজিরপুর সদর ইউনিয়নের কবিরাজবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ২০১৪ সালের সদর ইউনিয়নের কলাতলা গ্রামে ঘর পোড়া মামলার এজাহার ভুক্ত আসামি।
What's Your Reaction?






