নাজিরপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
Mar 20, 2025 - 21:36
 0  3
নাজিরপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এফ এম রফিকুল আলম বাবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার করে চেয়ারম্যান এফ এম রফিকুল আলম বাবুল ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের জমি দখল, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও মৎস্যজীবীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করেছেন।

স্থানীয়দের দাবি, ইউনিয়নের ৩৩৬ জন মৎস্যজীবীর কাছ থেকে জনপ্রতি ১০০ টাকা করে উত্তোলন করা হয়েছে, যেখানে চেয়ারম্যানের প্রত্যক্ষ নির্দেশনার কথা শোনা যাচ্ছে। ইউপি সদস্য মো. মোস্তফা ও কাঞ্চন দাস, গ্রাম পুলিশ হাসান খলিফা এবং স্থানীয় ব্যক্তি কবির হোসেন বেপারীর মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয় বলে অভিযোগ ওঠে। এছাড়া, দুই মাসের জন্য বরাদ্দকৃত জনপ্রতি ৮০ কেজি চাল থেকে ৫-১০ কেজি করে কম দেওয়া হয়েছে বলেও মানববন্ধনে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ইউনুস আলী শেখ, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, সদস্য সচিব আসাদুজ্জামান, বিএনপি নেতা রেজাউল কবির হাওলাদার, মোস্তফা জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে চেয়ারম্যান এফ এম রফিকুল আলম বাবুল বলেন, "মানববন্ধনের বিষয়ে আমি কিছুই জানি না। কে বা কারা এটি আয়োজন করেছে, সে সম্পর্কেও আমি অবগত নই। মৎস্যজীবীদের কাছ থেকে টাকা আদায়ের বিষয়টিও আমার জানা ছিল না। পরে খবর পেয়ে ওই অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। এখন কেন এই মানববন্ধন করা হলো, তা আমি বুঝতে পারছি না।"

স্থানীয়রা চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে অপসারণের দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow