নাজিরপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তার ঘুষ কেলেঙ্কারি: অডিও ভাইরাল, অভিযোগের ঝড়

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) মোসা. হেনায়ারা খানমের ঘুষ চাওয়ার অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওটিতে শোনা যায়, তিনি নাজিরপুরের ৯৩ নম্বর উত্তর পূর্ব বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনজির ইসলামের কাছে ১০ হাজার টাকা ঘুষ চাইছেন।
অডিও অনুযায়ী, শিক্ষক বেনজির ইসলাম প্রথমে ৬ হাজার টাকা দিতে চান, কিন্তু হেনায়ারা খানম তা প্রত্যাখ্যান করেন। পরে শিক্ষক পুরো ১০ হাজার টাকা দিতে রাজি হলে হেনায়ারা খানম তা বিকাশের মাধ্যমে পাঠাতে বলেন। গত দুই দিন ধরে এই অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।
ভুক্তভোগী শিক্ষক বেনজির ইসলাম জানান, ছুটিতে যাওয়ার বিষয়কে কেন্দ্র করে শিক্ষা কর্মকর্তা তার কাছে ঘুষ দাবি করেন। তিনি বলেন, "ঘুষ না দিলে আমাকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়। পরে তার নির্দেশ অনুযায়ী বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠানো হয়।"
অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা মোসা. হেনায়ারা খানম এই অভিযোগ অস্বীকার করে বলেন, এটি তার বিরুদ্ধে একটি চক্রান্ত। তিনি দাবি করেন, অডিওটি এডিট করা হয়েছে এবং তার কোনো সংশ্লিষ্টতা নেই। তবে স্থানীয় শিক্ষকরা জানান, হেনায়ারা খানম দীর্ঘদিন ধরে ঘুষের বিনিময়ে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগে জড়িত। তার চাহিদামতো টাকা না দিলে তিনি শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, এর আগেও হেনায়ারা খানমের ঘুষ লেনদেনের অডিও ভাইরাল হয়েছিল। এছাড়াও তার বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে।
এই ঘটনায় স্থানীয় শিক্ষক ও সাধারণ মানুষ ন্যায়বিচারের দাবি জানিয়েছেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়ার দাবি তুলেছেন।
What's Your Reaction?






